হৃদয় অন্তরীক্ষে আজ স্পৃহার ছায়াপথ এঁকেছে প্রেম
সৌন্দর্যের অতল লোভে এই বুঝি নিশীথের শেষ
এই বুঝি রক্তের নুড়ি গুলো ঘুংগুর পায়ে দেবে নাচ
ক্যাবের সুর,বিধুরতার তানেও উঠবে ঝড় নিরন্ন প্রাণে,
নিশীকাল শেষে খুঁজি সুখের উত্তাল সুখ মাদকতা
সে আসে ধীরে হৃদয় গভীরে দীপ্য স্বর্গীয় পেখম মেলে,
আমি চেয়ে আছি,আহা কি সুখের বৈভব তার আশায়
আমি বিকিয়েছি নিজেকে,সকল আসন্ন ভালোবাসায়
তারই আপ্ত বাণী বিভাবরীর সমাপ্তিতে অরুণের উঁকি
স্পর্শ মাধুর্যে আবারও ঘোর আঁধারেও নিলাম ঝুঁকি ।