এই তো ! আজ গিয়েছিলাম চাঁদের হাটে !
ভালোবাসার বিনিময়ে কিনেছি অনুপম ভালোবাসার ফুল
কাব্যকণার চুরমার রূপালি আলোয় নিয়েছি দুহাতে সুগন্ধি মেখে
আজ কোনো দুঃখ নয়,আজ নয় বিরহের প্রহর কোনো অনুযোগ
আজ আমি শুধুই ভালোবেসে ভালোবাসার সওদাগর এক
নিঃসঙ্গতা ভুলে প্রেমের হুলুস্তুল বর্ষায় ভেজাবো খরা হৃদয়ের প্রান্তর
কাছে এসো হে প্রিয়,হোক এক রত্তি অক্সিজেন তবু শ্বাস-ভাগ করে নেবো
এসো বাঁচি হাজার জনম,পারি দেই সুখে লক্ষ জোছনার উন্মুখ রাত
,লুপ্ত হোক শত জনমের লীন বেদনারা,স্পর্শে,অনুভূতির তির্যক আবেদনে-
সন্তাপ আর মনস্তাপ পাল্টে স্ফীতি হোক প্রেমের ললাট খানি ,
আজ বড় বেশী চাই তোমাকে আমার সীমানায় আমার অনন্ত অন্তর নাগালে
না পাওয়ার বিভাজন হোক পাওয়ার যোজন নিরঙ্কুশ ইচ্ছায়, নিরবধি টানে
আজ আমি স্পর্ধিত,উন্মাদনায় দ্বৈরথ মাঠে জয় করি প্রেমের দুর্বার রাজ্য
এক ফালি চাঁদ আর সন্ধ্যা স্রোতের মিলন মেলায় দূর হোক রুধিত অমানিশা
কাছে এসো,আজ আমি কামনা প্রপাতের নোনা জলে তোমাকে সাজাবো মৎস্য-কন্যা
মননের অরণী কাষ্ঠে জ্বালাও আগুন,দীপ্ত করো প্রতি হ্রিদ কৌণিক দিক
সম্ভাষণ আমার অসীম সুখ দেহ নভে,সাজো নৈবেদ্যের ফুল হয়ে এ দেহ দেবালয়ে ।