কাল রাতে আবার তুমি এসেছিলে
পোড়া বসন্তের গন্ধ চিনে চিনে
এক রত্তি ভালোবাসার অবাধ প্রতিশোধ ব্রতে
নয়ন দীঘির জলে এক অসম গল্পের ঢেউ তুলতে-
কাল রাতে তুমি আবার এসেছিলে ।
অসহ্য মাত্রার অগ্নি শিল্পের কারুকাজ খোদাই করেছি বুকে
ঘন অমার তিমির আঁধারে ডানা ছেঁড়া বিহগের আর্তনাদে
কেঁপেছে ধরণীর হিল্লোল সব, কেউ বোঝেনি তার কিছুই
কেউ বোঝেনা তার কিণ্ব লেগেছে কোন আরাধনায়
যতবার তুলো মেঘের মত এসেছে সুখ
ততবার দুর্নিবার তুমি এসেছ স্মৃতির ঝাণ্ডা হাতে
গত রাতে তুমি আবার এসেছিলে ।
নষ্ট তিথির গন্ধ মেখে ধূম্র আশ্বাসের চাদরে
এখনও বেস পরিপাটি তোমার গল্পটুকু নিঃসংশয় আদরে
যতদূর যাই,যেটুকু পাই,নিস্তব্ধ নিশ্চুপে এ চড়ুই-
ঠিক ঠাক মগজের সুখের বসত খুটে খায় বেশুমার
তুমি আমার, তুমি নামের অক্টোপাসে আবৃত কল্প
সত্য নয়, সত্যের চেয়েও সত্য মাশুলের দীক্ষা যেন এক
তবু ও, হে অস্পৃশ্য ভালোবাসা আমার
কাল রাতে আবার তুমি এসেছিলে ।