ঈদ যদি সুখের হয় তবে সবার হোক,আমার একার কেনো ?
দুঃখ প্রেতাত্মা র গলা টিপে এই একদিন অন্তত সকলেই হাসুক !
ঈদ যদি হয় কিছু পাওয়ার নাম তবে সকলেই পাক কিছু
আলমিরায় থরেথরে সাজানো পোশাকের বাগান থেকে কিছু সখের ফুল -
ছড়িয়ে দেই অনাহারে নিপীড়িত মানুষের হাতে,হাসি মুখে
পাত্র ভেদের ভেদাভেদ ভুলে ভালোবাসার জয় হোক অন্তত আজ ।
ঈদ দম্ভ নয়,ঈদ নয় স্বার্থপরতার,চাইলেই দুঃখ গুলো পাল্টে যেতে পারে মানবিক ফুলে
চাইলেই ফুটতে পারে মৃত প্রায় মৃদু হাসি ঠোটের প্রাঙ্গণে লক্ষ গোলাপ ফুল
আজ অন্তত বিবেকের ছাঁকনিতে নিজেকে মানবিকতায় খুঁজে পেলে দোষ কি ?
নাম করা বিপণি বা পণ্যশালার লোভী দোকানীর লাভের উস্কানি ভুলে
লাভের কন্দল বোঝে না যে মলিন মুখ গুলো লাভ তাদেরই হোক !এই ঈদে !
ঈদ যদি সবার হয়,তবে আমার সখের পণ্য মূল্য হোক অনাহারের একদিনের সুখ
আজ নিজের স্বপ্নের সামিয়ানা কেটে না হয় পোশাক হোক নগ্ন দেহটার ,ক্ষতি কি !
যদি ভেবেই নেই নিজেকে তাদের ই একজন,তাদের ই মত মানুষ ক্ষতি কি !
সুবিধা বঞ্চিত যারা চিরকাল রয়ে যায় তোমার অহম চোখের খুব আড়ালে
আজ অন্তত তারা হাসুক একটু প্রাণ খুলে,আজ না হয় কাছে টানি ঈদের আনন্দে !
ক্ষতি কি !