কত দূর চলে যাবে তুমি ? আঁধারের তীরহীন সাগরে
জস্না হয়ে ছুঁয়ে দেবো তোমার তিমির পথ চলায়,
কতদূর যাবে তুমি ?ব্যথার কালো মেঘ অন্তরাল সরিয়ে
দেবো একশ টি সূর্যের বিরাম হীন রশ্নি,
কোথায় যাবে ফেলে এমন উদগ্র কামনার প্রদীপ ভুলে ?
হে প্রেম অক্ষের দৈব দেবী,আমি তো তোমার মায়ায়-
অবদমিত চির দিন, চির চেনা বসনে নির্বিকল্প এভাবেই
তোমার দ্বারে একটা ভালোবাসা পরে আছে ত্রস্ত বিষাদে
তুলে নাও ভুল ভুলে ক্ষমার মায়ার অনির্বাণ প্রেম জ্বেলে
কবিতার নিপুণ রাত্রি গুলো মাড়িয়ে এভাবে যেতে নেই
জোড় বেজোড়ের খেলায় আমি জোড়া শালিক ভালোবাসি
তোমার থেকে যাওয়াই বড় বেশী সমীচীন এ জীবনে,
খালি পায়ে দুজনে ঘাস ফড়িং এর খেলা হয়নি দেখা এখনো
কৃষ্ণচূড়া ফুটেছে বনানীর প্রান্তর জুড়ে, নদীর কূল ঘেঁসে
সারি সারি কাশের বনে উড়াই নি স্বপ্নের তুলো সুখ রাশি রাশি
কোথায় যাবে তুমি ?তোমার চেতনায় আমার স্বপ্নের মহাসমুদ্র
ভেবে দেখো অপারগ তুমি, আমি খুব বেশী মিশে আছি তোমাতে ।