তোমার চিন্তায়,আমি এক কাল উত্তীর্ণ বৃক্ষ বলছি, মরে যাওয়ার আগে -
বলে যাই কিছু কথা ,শোনো হে মানব সন্তানেরা, অনেক আশা নিয়ে-
বৈরি পৃথিবীর বজ্র ঠাসা কোনে সেই যে কবে জন্মেছিলেম-
আজ তা আর ঠিক মনে পরে না, শুধু মনে পরে সয়ে যাওয়া গুলো
মনে পরে তোমাদের বিপন্ন মুক্তচিন্তার মস্তিষ্কে শত আঘাত তিলে তিলে
ক্রমাগত গোপন রক্তক্ষরণেও দিয়ে গেছি অক্সিজেন তোমাদের সেবায়,
আমার প্রতি বীভৎস দুর্বিষহ নিরন্তর অন্যায়ে গিলেছি অপমান,তবু
দিয়েছি ছায়া,রোদ্দুর খরা পথিকে,দিয়েছি শীতল ভালোবাসার মায়া
শ্রমিকের ক্লান্ত পরিশ্রান্ত হ্যলান দেয়া নোনা জলের সাথে করেছি আপোষ
ধারাল দা কুড়াল অথবা কোনো ইচ্ছে সখের আঘাতে কুঁকড়ে গিয়েছি বার বার
পশুত্ব কল্পনার আস্কারায় যেমন খুশি তেমন ভেঙেছ আমার শরীর,তবু
ঝড় বলো অথবা বিপদের ডাকে, আমিই ছিলাম মুক্ত হৃদয়ের সৈনিক হয়ে
বলতো মানুষ ? বলতো সত্যি করে ? আমি কি তোমার শত্রু ছিলাম ?
কিছুই কি মনে পরেনা ? ভুলে কি গেছো কালবৈশাখীর দানবীয় ছোবল রাত্তির ?
আমার বিদীর্ণ পাঁজর তবু একটুও কি দেয়নি ভরসার হাত বাড়িয়ে ? তোমাতে ?
একটুও কি হওনি ঋণী ? আমার বেঁচে থাকায় কি এমন ক্ষতি ছিলো বল তো ?
অমরত্বের লোভ আমার নেই,শ্রেষ্ঠত্ব প্রমাণে মানুষ ই এগিয়ে আমি জানি
শুধু বিদায় নেয়ার আগে অনুরোধে বলে যাই,আমার রেখে যাওয়া প্রাচীন উঠোনে
বুনে দিও আর একটি বৃক্ষ বীজ যদি চাও, ভালো রবে আরও কেউ
ভালো রবে আরও কিছু মানুষ তাদের মত করেই , হাজার জনপদের মলাটে -
চিন্তার অহম বোধ মত্ত আস্ফালন বৃত্তে তবু মানুষ বেঁচে থাক চিরজীবী হয়ে ।