মৃন্ময়ী,
আঁখি খোল, চেয়ে দেখ আজ
কুয়াশার মোহে রোদের ছটায় প্রকৃতির কি নব সাজ।
নতুন দিন হয়েছে শুরু পাখ পাখালির ডাকে
শীতল বাতাস বইছে হু হু বৃক্ষশাঁখীর ফাঁকে।
কিচির-মিচির শব্দে পাখি বসে কাজের ডালে
রোদ পোহাচ্ছে শীতল তাপে পুচ্ছ নেড়ে তালে।
ঘাসের ডগা নুয়ে আছে শিশির বিন্দুর ভারে
রোদ্র আহা আটকে আছে ঘন কুয়াশার আড়ে।
ঘাস ফুলগুলিও ফুটেছে দেখ মৃদু হেসে হেসে
বলছে তোমায় 'শুভসকাল' প্রভাত ফেরীতে ভেসে।।
=============
গ্রন্থঃ মৃন্ময়ী ও প্রেমাক্ত প্রকৃতি।