আজি কুয়াশার প্রথম প্রহরে
শীতল করিলাম দেহ
আলিঙ্গন করে খুলিলাম দ্বার
না দেখিল কেহ।
ঝর-ঝর ঝরছে শীত
কুয়াশার মোহে ডুবে আছে ধরা-
স্নিগ্ধতায় ভাসছে শিশির বিন্দু
কোকিল গাইছে অমৃত ছড়া।
কি অপার অনুভূতি, আহা!
আবেগি কন্ঠ যেন
থর-থর কেঁপে ফেঁপে ওঠে
নিস্তব্ধতায় হেন।
সূর্যের গায়েও লেগেছে শীত
তাইতো কুয়াশার আড়ে
লুকিয়ে থাকে চুপটি করে
সজীবতা যেন না পায় তারে।।