আমি হারিয়ে যাই বারে বারে
ঐ মেঘের আড়ে।
যেখানে স্বপ্নের রং ধূসর; আবছা কুয়াশার পাড়ে
টেনে নিয়ে যায় আমায়-
অচেনা অন্ধকারে।।
নানামুখী আয়োজনে আমি ব্যস্ত
অসার বক্ষ শ্রী-হীনতায় গায়
করে কঠিন আলাপন
নীল আকাশে ভাসে আলোর মেলা
ছায়াগুলো দূরে গিয়ে করে খেলা
দেখি নিঠুর স্বপন।
যেন উঁইপোকার দল বেঁধেছে বাসা
কুঁরে কুঁরে খাচ্ছে আমায়
আমি অসহায়
সময়গুলো ফিরিয়ে নিয়েছে মুখ
হাসিগুলো পাইনা খুঁজে। কান্নাও ভুলেছে পথ
বিশ্রাম! সে তো কবেই গিয়েছে চলে
কোন ক্লান্তিহীন দেশে, আমায় না বলে।।
ভাবনাগুলো আসেনা ইচ্ছে যখন হয়
ধূলিমাখা পথে অচেতন পড়ে রয়
আশা-নিরাশার চিত্র
চোখের পাতা হয়ে গেছে ফাঁকা
চোখ বুজলেই দেখি আঁধারে ঢাকা
ব্যস্ততার সাথে হয়ে গেছে মিত্র।
বৃক্ষের পাতা ঝড়ে পড়ে না আর
কচি পাতা বাজাচ্ছে গিটার
পাখির কলরব-
শুনতে পাইনা যেন নিরব সময়ে
বাতাশের রং ভুলে গেছি ভয়ে!
ব্যস্ততা মোর কেড়ে নিল সব।।