নিঝুম রাতে জোনাকির
আলো
দেখতে লাগে অনেক
ভালো,
টিপ টিপ আলোতে
মুখরিত সব
আঁধার করে আনন্দ
উত্সব।
ঝিরি ঝিরি বাতাসে
নীরবতা পায়
জোনাকি গুলো উড়ে
বেড়ায়,
গাছের ডগায় বসে বসে
তারা
স্বপ্ন আঁকে আঁধারের
গায়।
নিটল আঁখির দীপ্ত
ভরা পানে
সিক্ত করে মুখরিত
গানে,
মায়াবী স্পর্শের
রঙিন স্বরে
ফুটিয়ে তোলে রেখা ঐ
গগনে।
চারদিকে কী মধুর
আবেশ
দিগন্ত প্লাবনে
জোনাকির রেশ,
আজব বিচিত্রে
আলোড়িত সব
আঁধার করে আনন্দ
উত্‍সব।।
=====================
গ্রন্থঃ শ্যামল বাংলা।