কি আর ভাবিবো, কি আর লিখিবো,
কি আর গাইবো গান,
আজি স্মৃতির খেলায় হারিয়ে গেছে-
স্বপ্ন দেখা প্রাণ।।
মন যে আমার ভরে আছে কীসে,
অনিয়ন্ত্রিত কোন বিঁষে,
চক্ষু বুজিলেই ভেসে ওঠে,
দুঃসহ অভিযান।

যেখান দেখেছি আমি_____

চোখের সামনে খোলা নরকের দ্বার,
স্বর্গ ছায়ায় ভেসে ওঠে হাহাকার,
কলুষিত এক ঘ্রাণ-
আর্তস্বরে কেঁদে মরে,
মানবতা থেকে যায় ঘরে,
বিষাক্ত ধোঁয়ায় ভরে ওঠে প্রাণ।।
তবুও তো আমি আছি,
হয়তো! মরণের কাছাকাছি,
যতই স্বপ্ন দেখি বাঁচিবার তরে,
স্বপ্ন যে মোর আসে না আর ঘরে,
দূর থেকে দেখে যায় কেঁদে-
করে, না আসার ভান।।
===================
রচনাকালঃ ১৯ সেপ্টেম্বর, ২০১৫।