মৃন্ময়ী,
তুমি ছিলে না বলে এ কয়েকদিন,
গগনে উঠেনি চাঁদ কেটেছে রাত তারা হীন।।
-----------------------
রজনীগন্ধা ফুটেনি যেন মন খারাপের ছলে
জোনাকি পোকা ছাড়েনি আলো,
তুমি ছিলে না বলে।।
-----------------------
রাতের স্তব্ধতা হয়নি নিঝুম হা-হুতাশের ঘোরে
স্বপ্নের বদলে ভাসিত স্মৃতি নয়ন পাতার তরে।
ঘুমের ঘোরে প্রকৃতি হঠাত্ ফুঁপিয়ে উঠিত কেঁদে
বুক চাপড়িয়ে করিত বিলাপ অন্তরে অন্তর বেঁধে।
বিদীর্ণ সুরে বাজিত বাঁশি রাখালের তৃণ ঠোঁটে
শিল্পীর তুলি হইত নিগূর চিত্র আঁকার পটে।
কাব্য কথা ফুরিয়ে কবি কপাল চাপড়িয়ে হায়!!
কি লিখিবে কি লিখিবে ভাবিয়া না পায়।
জীর্ণ শীর্ণ বক্ষে ভূমি আকাশ পানে চেয়ে
সারা রাত্র খুঁজিত তোমায় বিরহের গান গেয়ে।
রাত পোহালে সূর্যও যেন উঠিতে করিত ভুল
বিষন্নতায় ঝড়িয়া পড়িত ফোটা কদম ফুল।
ভোরের পাখি ডানা ঝাপটিয়ে উরিয়া যাইত দূরে
কালো চাঁদর মুড়িয়া বক ডাকিত কাকের সুরে।
গাছের পাতা দুলিতোনা হায় বাতাস গিয়েছিল চলে
স্নিগ্ধ পরশ লাগিতোনা গায়,
তুমি ছিলে না বলে।।