কষ্টগুলো যদি, আকাশের নীলের মত হয়-
তাহলে ভেবো না, শীঘ্রই রং পাল্টে যাবে।

কষ্টগুলো যদি, ঘনীভূত মেঘের মত হয়-
তাহলে ভেবো না, বৃষ্টি হয়ে ঝরে যাবে।

কষ্টগুলো যদি, রাতের আঁধারের মত হয়-
তাহলে অপেক্ষা করো, শীঘ্রই সোনালি সূর্য উঠবে।

কষ্টগুলো যদি, নিঃশেষিত বাগানের মত হয়-
তাহলে পুনরায় তৈরী কর, নব ফুল ফুটবে।

কষ্টগুলো যদি, বন্দী পাখির মত হয়
তবে উড়িয়ে দাও ঐ আকাশে।

কষ্টগুলো যদি, নষ্ট নীড়ের মত হয়-
তবে পুড়িয়ে দাও, ছাই হয়ে মিশে যাক বাতাশে।।

তাহলেই তোমার কাটিবে জীবন সুখ দর্পনের ঘোরে-
কষ্ট তুমি পাবে না টের, কষ্ট থাকিবে সরে।।।
_______________________
আমার একবন্ধু গতকাল রাতে ফোন করে বলল, 'দোস্ত আমার জীবনে অনেক কষ্ট। কিছুই ভালো লাগতেছে না। কিছু একটা বলে দে'। আমি আজ সকালে এই কবিতাটা MMS করে ওকে পাঠালাম। ওর জন্যই গতরাতে লিখেছি এটা।