স্বপন মাঝে ভাসিতে যখন
অস্ত বিকেল বেলা,
কেদারায় বসে দেখিতাম আমি
প্রকৃতির সেই খেলা।

হালকা বাতাশ হালকা গন্ধ,
হালকা আলো হালকা ছন্দ,
        তৃণ সবুজের মেলা-
ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে
স্বপন জাগে আমার মনে
যখন অস্তে যায় বেলা।

তোমার আশায় তবুও আমি
তাকিয়ে থাকি অগ্রগামী,
সূর্যাস্তের দেশে
রঙিন রঙের বেশে,
স্বর্গ হইতে ফিরিবে তুমি
করিবে শীতল প্রাণ ভূমি-
প্রকৃতি দিবে হেসে
রংধনুর আবেশে।

যদি পাই তব দেখা
        অস্ত বিকেল বেলা,
কেদারায় বসে দেখিব ফের-
প্রকৃতির সেই খেলা।
_______________________
গ্রন্থঃ প্রেমাক্ত প্রকৃতি