মৃন্ময়ী, তোমার জন্য এ উপহার
যেখানে নেই মণি-মুক্তা, হীরে-জহরত খচিত কোন হার।
নেই প্লাটিনাম, ডায়মন্ডের তৈরী আংটি, নাকের ফুল
নেই প্যান্টেরে ডি কার্টিয়ার নির্মিত জোড়া কানের দুল।
নেই আকাশ ভরা তারায় গাঁথা দীপ্ত গলার মালা
নেই সমুদ্রতলের শঙ্খ দিয়ে তৈরী হাতের বালা।
নেই জবা, গোলাপ, জুঁইয়ের মত চুল সাজাবার থোকা
নেই বেণীর আগায় ঝুলাবার মত রঙিণ ফিতার ঝোঁকা।
নেই চন্দ্র ভেঙে তৈরী করা পায়ের চন্দন নূপুর
নেই কোমড় দোলানো ঝংকৃত বিছার আন্দোলিত সুর।।

মৃন্ময়ী, তোমার জন্য এ উপহার
যেখানে আছে অলংকৃত করার বিশাল সমাহার।
যা যা আছে কবিতার মধ্যে আপন-আপন নামে
সবগুলোই সখী দিলেম তোমায় উপহারের খামে।।
_______________________________
গতকালকে আমার এক কবি বন্ধু আমার কাছে একটি উপহার চেয়েছিল। যার কারণে এই কবিতাটি লিখেছি। এই কবিতাটি আমার সেই কবি বন্ধুকে উপহার দিলাম। তার নামটি প্রকাশ করার আবশ্যকতা মনে করলাম না।।