মৃন্ময়ী___
তুমি ছিলে না বলে এ কয়েকদিন
গগনে উঠেনি চাঁদ কেটেছে রাত তারা হীন।

প্রকৃতির রং ফ্যাকাশে হয়ে আঁধারে ছিল ডুবি
মৃদু বাতাস বহিতোনা হায়! আকাশ কাঁদিত খুবি।

বৃক্ষরাজি গভীর শোকে ভাবিয়া তোমার কথা
কাঁদিয়া কাঁদিয়া হেলিয়া পরিত ভুলিয়া চঞ্চলতা।

মেঘগুলো যেন গিয়েছিল ভুলে কোথায় পড়িবে কখন
তাইতো বৃষ্টি ঝরিত তাহার ইচ্ছে হইত যখন।

রোদ্রগুলো থামিয়া থাকিত মেঘ পর্যন্ত এসে
মেঘের সাথে করিত খেলা মেঘকে ভালবেসে।

শ্রাবণ দুপুর ঘামিতোনা কিন্তু বুক ভিজিত জলে
করুণ স্বরে গাইতো কোকিল, তুমি ছিলেনা বলে।।