ইচ্ছে করে- প্রভাত বেলার স্নিগ্ধ হাওয়ায় গাছের ডালে বসে
পাখির কণ্ঠে ডাকি তোমায় ঘুম ভাঙ্গিয়ে আপসে।
ইচ্ছে করে- বাদলার দিনে বাদল হয়ে মাদল বাজিয়ে গায়
তোমায় নিয়ে ভিজে আসি মন যতক্ষণ চায়।
ইচ্ছে করে- মেঘের সাথে চুক্তি করে মেঘের ভেলায় ভেসে
ঘুরে আসি তোমায় নিয়ে মেঘরাজ্যের দেশে।
ইচ্ছে করে- শ্রাবণ শেষে তোমায় নিয়ে বসে বটের ছায়
রংধনু থেকে লাল রং এনে আলতা পরাই পায়।
ইচ্ছে করে- কাজল হয়ে লেগে থাকি তোমার চোখের পরে
দৃষ্টি যেন পুলকিত করি উচ্ছলতার স্বরে।
ইচ্ছে করে- অশ্রু হয়ে বেয়ে পড়ি তোমার সুপ্ত গালে
যখন তুমি কাঁদতে থাকো মন খারাপের তালে।
ইচ্ছে করে- জোসনা হয়ে ঝরে পড়ি তোমায় চন্দন পায়
চন্দ্র যখন ছাড়বে আলো নিঝুম আঁধারের গায়।
ইচ্ছে করে- ভরা পূর্ণিমার সোনালি আলোয় গল্প করি, আর-
তোমার কোলে মাথা রেখে রাত্র করি পাড়।।।
(সংক্ষেপিত)
__________________________________
__________________________________
গ্রন্থঃ মৃন্ময়ী।
__________________________________