বৃষ্টিতে ভিজিয়া ফিরিতেচিলাম বাড়ি
কলেজ ছুটির পরে
পতিমধ্যেই দৃষ্টি থমকে গেল
প্রকৃতির অগচরে।
স্নান করিয়া তৃণলতা সকল
বৃষ্টির পানিতে
সতেজ ভাবে জাগিতেছে ফের
হাসিতে হাসিতে।
হঠাৎ করেই দেখিলাম
ফুটেছে পদ্ম পথের ধারে
দুলিতে দুলিতে ভিজিতেছে সে
আলতা পায়ে আলতো করে।
ভিজিতেছে কেশ গড়িতেছে জল
নির্ঝর ধারায় আঁখি টলমল
নিস্তব্ধ দৃষ্টি লয়ে-
অঙ্গ দোলে কিরণ তোলে
হাসিতে তাহার বিশ্ব ভোলে
দেখিলাম অবাক হয়ে।
বাজিতেছে নূপুর গাহিতেছে গান
উঠিতেছে ধ্বনি চরণ তলে
কর্ণলতা বাহিয়া পরিতেছে
রূপমনি শোভানলে।
দুপাশের তরু করেছে শুরু
লজ্জায় নত মাথা
আমি শুধু দেখিলাম ফিরে
তাহার নিরবতা।।
________________________________
________________________________
গ্রন্থঃ প্রেমাক্ত প্রকৃতি
________________________________