তাকিয়ে রয়েছে লাখো জনতা
উন্মুক্ত আকাশের দিকে
প্রতিক্ষা শুধুই তোমার জন্য
কখন দেখবে তোমাকে।
পশ্চিমের মেঘঃমালা ছিন্ন করে
তুমি দেখা দিবে মুচকি হেসে
প্রভুর দয়ায় আসবে তুমি
নীল আসমানের চাঁদোয়ায় ভেসে।
সূর্যের অন্তিম কালে, নিরবচ্ছিন্ন খেয়ালে
খুশির ঝংকার আঁকিবে তুমি
দূর পশ্চিমের দেয়ালে।
নব দিগন্ত উন্মোচন করে
মাতিয়ে দিবে প্রাণ
সুরভিত করবে বিশ্বপ্রকৃতি
ছড়াবে নতুন ঘ্রাণ।
তোমায় দেখে মানব কুলে
ভাঙ্গবে খুশির বাঁধ
যখন তুমি দিবে দেখা
হয়ে ঈদের চাঁদ।
দেখবে তখন খুশির পাঁকে
লাখো লাখো লোক
উচ্চস্বরে বলছে তারা
ঈদ-মোবারক।।
গ্রন্থঃ শ্যামল বাংলা (অ-প্রকাশিত)।
রচনাকালঃ ২০১২।