একমুঠো দূর্বাঘাস উঠানের এক পাশে
নিচে থাকা চোরাবালি মুখ লুকিয়ে হাসে,
ঐ নীল আকাশ থমকে আছে স্তব্ধ বাতাশে
নিরব নিস্তব্ধ প্রকৃতি মেঘের পরশে,
টিপ টিপ শব্দে মুখরিত চতুর্পাশ
ভিজে আছে সন্ধ্যার প্রকৃতি-প্রচ্ছন্ন প্রহাস।
সারি সারি বিটপী শ্রেণী গভীর শোকে কাতরতা
হিজলের বনে অশ্বত্থের ডালে শালিকের আকুলতা।
অকূল পাথারে গাঙচিল ভেসে যাচ্ছে ফিরে নীড়ে
সবুজ প্রান্তর আজ দিগন্তে বিলীন ভেজা সন্ধ্যার তীরে।
আনমনা হয়ে বসে আছে প্রাণী কোন সে নিরুদ্দেশ
ভেজা সন্ধ্যায় ভিজে আছে প্রানীকুলের আবেশ।
আবছা অন্ধকারে লুকায়িত শান্ত নির্মল চতুর্পাশ
ভিজে আছে সন্ধ্যার প্রকৃতি-প্রচ্ছন্ন প্রহাস।