তুমি আসবে বলে-
প্রকৃতি সেজেছে নব রুপে,
সমস্ত সৌন্দর্য দিবে সপে।
তুমি আসবে বলে-
বটের ছায়ায় জমেছে অনেক ভিড়,
দেখবে তোমায় করবে নত শির।
তুমি আসবে বলে-
ভোরের স্নিগ্ধতা মাখিয়ে গায়,
হাঁটছে পথিক খালি পায়।
তুমি আসবে বলে-
নিবুর স্রোতে হচ্ছে ঘর্ষণ,
প্রেমের কাব্যে ঝরছে বর্ষণ।
তুমি আসবে বলে-
প্রকৃতি ঘুরছে আপন পাকে,
স্বপন আঁকছে পথের বাঁকে।।