প্রিয়ে,
চেয়ে দেখো একবার, বসন্ত এসেছে নিয়ে
নব পুষ্পের সৌরভ, পল্লবিত কোকিলের গান,
অনাবৃত সবুজের মোহে ঘুচে যাক জরা-
জেগে উঠুক তব প্রাণ।
বিরহের সুর ম্লান হোক প্রজাপতির হলুদ ডানায়
ফুটে উঠুক ফের ঘাসফুল তব- হৃদয়ের কানায় কানায়।
সহস্র বৎসর রাতি'র প্রজ্জ্বলিত বিরহ সম
অনাগত শত বসন্তের অপাংক্তেয় সুরে-
এই শেষ বাসনা মম;
বাতাসের স্নিগ্ধতায়, পুষ্পঘেরা পথে, পাখির কুজনে-
এই বসন্তে, চলো প্রিয়ে- হাত ধরে হাঁটি মোরা দুজনে!