কি বিকৃত, বিভৎস, ঘুণে ধরা এক সমাজে বাস করি আমরা
আমাদের শিশু আছিয়া, নুসরাত, তনু, তৃষাদের নিয়ে,
যেখানে বিধাতার বেঁধে রাখা শয়তানও ছাড়া পেয়ে যায়
ফ্রয়ডীয় নির্জ্ঞান থেকে বেরিয়ে আসে
আদীম বুনো তাড়ণা
কুৎসিত উল্লাসে মাতে ক্ষণে ক্ষণে
খুন হয়ে যায় আমাদের শিশুরা।
আহত মানুষেরা বেরিয়ে আসে প্রতিকারে
প্রতিবাদে গলা ফাটায় সুতীব্র চিৎকারে,
মিছিলে শ্লোগানে
মুখরিত পথ ঘাট, রাজপথ প্রান্তর
আজ বড় বিষন্ন, বিপর্যস্ত, অবষন্ন!
তেমনি বয়ে চলে বাতাস
অস্ত যায় রবি, নেমে আসে আঁধার
তেমনি ভোরের সুর্য্য আবারও জেগে ওঠে
মানুষেরা কর্মে ছোটে,
তেমনি নির্ভার গতানুগতিক।
ক্ষমা কর মা আমার
কি নিদারুণ অসহায় অক্ষমতা আজ
আমার কন্ঠস্বর চেপে ধরেছে
কি নিস্তব্ধ আঁধার শীতল শব্দে খেয়ে চলেছে
আমার বিবর্ণ মন, আমার মস্তিস্ক, আমার হৃদয়।
ক্ষমা কর, ক্ষমা কর মা আমার।