বাটুল হাতে দাঁড়িয়ে আছে
টুটুল নামের ছেলে
গুলতি ছুড়ে মারবে নাকি
একটি চড়ুই পেলে।

বাটুল যখন মারলো টুটুল
হঠাৎ করে জোড়ে
চড়ই পাখির সাথিগুলো
উড়ল ফুড়ুৎ করে।

উড়লনা যে সেখান থেকে
একটি চড়ুই ছানা
গুলতি লেগে ভেঙে গেছে
ছোট্ট দুটি ডানা।