কোচি
এই শহরে আমি নতুন, শহরটা পুরাতন,
পর্তুগীজদের আস্তানা আর ঠিক চীনের মতন।
শব্দ গন্ধ ধোঁয়ায় মোড়া নতুন উড়ালপুল,
নদীর জলে সূর্যোদয়ে খুঁজি বাংলার কূল।
সবুজে লালে বাংলার মুখ,
মেয়েদের সেই হেব্বি্ লুক্-
মীন আহারে দারুন সুখ,
ফুটবলে সেই বেড়েˌ হুজুক।
মাথার কুলুপ খোলা,তাই সাহিত্য গনিত হয়,
দ্রাবিড় ভাষায় আড্ডা আর তরলেতে মন জয়।
বিদেশী গাড়ি, স্কচ শ্যাম্পেন্, লক্ষ্মীর নতুন বাসা,
কার্ত্তিকেরা বাড়ি থেকে দূর, ফরেক্স যাওয়া আসা।
ফোর্ট-এর সমুদ্রে টুরিস্ট বুক,
ব্রডওয়েতে পাতলা নুক,
কেরালা ভারমার রাজ্যটুক
উনশওরে ঘুমিয়ে সুখ।
বেকার যুবক বাড়ি ভাড়া দেয় দালালের আবদারে,
ভোটের আগে পাড়ার দেওয়াল ফোকটেই রঙ করে।
এই শহরে আমি নতুন, শহরটা পুরাতন,
এত অমিলেও মিল খুঁজে পাই, কলকাতার মতন।
রূপম রায়।
৯ই শ্রাবন ১৪২৫
কোচি।