অনিহা

শঙ্খ, আমি আর লিখিনা
খাগের কলম হাতে, শিউলির বর্ষাতে।
তোমার আমার ঈশান কোনে
বিশ্বজয়ের হাইরাইজ-
ওপারের আল, চীনের প্রাচীর
এপারে উইকএন্ড সারপ্রাইজ।

শঙ্খ , আমার মাটির দেওয়াল
ওয়াই-ফাই দিয়ে আঁকা, শিল্পির হাত বাঁকা।
তোমার ইচ্ছে , আমার শখ
সমান্তরাল ছায়াপথ।
আকাশের নীলে চরম নেশা
বাউল মনের একমত।

আম কাঁঠালে পানসে সুখ
নিরুদ্দেশী মেয়ে, বিশ্বজুড়ে প্লে।
প্রিয়জনদের অপ্রিয় লাইক
আইপিএল এ গরম চুমুক
আধার ধরে প্রার্থনা
সীমান্তে শহিদ বাংলার মুখ।

শঙ্খ তুমি ছেলেমানুষ।
বস্তির ছেলে আবর্তহীন, জলে ডুবে মরে পেন্ঙুইন।
বানিজ্যে আর বিপ্লবে মিল।
জলপ্রপাতের শুকনো বুক,
তোমার আমার বিপ্লবী যুগ
লেখার ছলে পড়ে পড়ুক।

                 রূপম রায়।
                 ১৬ চৈএ ১৪২৪।
                 কলকাতা।