ভয় নাই
মোঃ শহীদুল ইসলাম
ভয় নাই, ভয় নাই, ভয় নাই।
এখনো রাজ পথ ছাড়ি নাই।।
ভিরুর মতন বাংলা তে থাকবো বলে,
সোনার মতন বাংলা তে জন্মাই নাই।
সস্তা দামে বাংলা কে বিক্রয় করবো?
এই জন্য বাংলা কে রক্ত দিয়ে কিনি নাই।
আমরা মাটির এক মুঠো ও দুলো ছাড়বো না,
শস্য কণার বিন্দু জল ও হারাবো না।
ছত্রাক কে ও নিতে চাইলে বাংলা ছাড়,
নয়তো কারো জীবিত ছাড়বো না।
বাংলার বুকে জন্ম আমার,
মরীচিকা মতন থাকবো না।
শক্ত হাতে অস্ত্র ধরে যুদ্ধ করবো,
বাংলার ভয় নাই আমরা পিছু হটবো না।
ভয় নাই, ভয় নাই, ভয় নাই।
এখনো রাজ পথ ছাড়ি নাই,
আমরা কারো অধস্তন হবো না,
কারো জুলুম মুখ বুঝে সইবো না।
তাই রক্ত দিয়ে বাংলা এনেছি,
প্রাণ থাকতে বাংলার বুক ছাড়বো না
ভয় নাই, ভয় নাই, ভয় নাই।
এখনো রাজ পথ ছাড়ি নাই,