ভালবাসার প্রদীপ
মোঃ শহীদুল ইসলাম
আমি দাঁড়িয়ে আছি তৃতীয় তলায়।
চারদিকে কোলাহল, শব্দ বিস্তৃত লোকালয়।
মাঝে মাঝে শন শন করে বাতাস বইছে।
ক্ষণিক নিস্তব্ধ আবার মাঝে মাঝে গুন জনের শব্দ তেড়ে আসছে।
আমি দাঁড়িয়ে আছি তৃতীয় তলায়।
আমাদের ফ্ল্যাটে কেউ নেই, ভড়া জন শূন্যতায়।
মাঝে মাঝে ভাবি আমি যেন এক বিষন জন শূন্যতায়।
তবুও সময় কাটাচ্ছি নিঃশব্দতায়।
চোখের দৃষ্টি এদিক ওদিক গেলেই মনে পড়ে।
চারদিকে এত জনমানব, তাও যেন শুধু মন পোড়ে।
মনকে ক্ষণিক স্থির করতে ই চোখের কোনে জল পড়ে।
খুব মিস করছি এই সময়ের ক্রোড়ে।
চারদিকে অট্টালিকার মতন দালান কোটা।
ওপারের ছাদ থেকে উঁকি দিয়ে দেখে আমার মুখ টা।
বিরক্তি'ত আমি দেখে তাদের উঁকি ঝুকিটা।
ক্ষণিক হেসে তা ও আমি খুঁজি আমার ভালবাসার মানুষ টা।
গোধূলির সময়ের কাছে সূর্যটাও তার হাসির মুখ টা লুকায়।
ঠিক যেন অন্ধকারের নিচে আলো লুকায়।
মনের বাতি টি নিবিয়ে তুমি গেলে কোথায়?
অন্ধকারে বসে আমি খুঁজি, ভালবাসার মানুষ নাই হায় হায়।