মধ্য রাতের ভাবনা
মোঃ শহীদুল ইসলাম
এখন অনেক রাত চারদিকে অন্ধকার,
নিঃশব্দ পরিবেশ চারদিকে ঘুঁট ঘুঁটে আঁধার।
কোথাও কোন জন-মানব নেই,
শন শন বাতাস বইছে সেই।
মনে পড়ে মোর প্রিয় এর কথা,
কুন্ কুন্ শিতে বক্ষ করে ব্যথা।
আমি একা আছি ক্লান্ত হয়ে বসে,
সুধু আমার প্রিয়া নাই আমার কাছে।
আকাশের দিকে তাকিয়ে ছিলাম,
তার ই মাঝে প্রিয়া কে দেখতে পেলাম।
সে ও তো কাছে নয় আছে অনেক দূরে,
তব বুজতে পারলাম প্রিয় নয় আমার সুরে।
তোমাকে ভেবে একটু চোখ বন্ধ হলে,
ভুল করে অঝরে চোখ বেয়ে অশ্রু ঝরে।
অশ্রু নয়ন কে কেঁদে বলে দেয়,
তোমার ভাবনা প্রিয়ার একটু অভিনয়।
মনকে আমি পারি না বুঝাইতে,
সে চলে গেছে তার নিজ স্বার্থে।
আমাকে ও শক্ত হয়ে দাঁড়াতে হবে,
ভালবাসার সম্মান নিজেকে করতে হবে।
ভাবতে ভাবতে ছাঁদে কাটে সময়,
নিজ স্বার্থে পাল্টিয়ে যাবে কোন এক বিনিময়।
আমি অবুঝ মানব বুঝি না ভালবাসা কৌশল কিছু,
তাইতো অন্ধের মতন ভালবেসে ছুটি তার পিছু।
হৃদয়ের ভালবাসা টুক তোমায় খোঁজে,
কোন এক সাধনা পাবো তাই বুঝে ।
তুমি আসবে আমার হৃদয় মাঝে,
মন কে সান্ত্বনা দিচ্ছি এই বুঝে।