তোমাকে দেখেছি শিক্ষা কেন্দ্রে
মোঃ শহীদুল ইসলাম
প্রথম দেখেছি তোমায় শিক্ষার প্রানকেন্দ্রে,
রিক্ত মনে আমার উষ্নতায় হয় বিভাজন।
তোমার দৃষ্টিই কেড়ে ছিল আমার মন,
বুঝেছি তখন ই তুমি আমার ই স্রেষ্ট ধন।
চোখটি বুঝে আমি ভেবে নিলাম কিছুক্ষন,
তোমাকে আমার আপন ভাবনা নয় নিস্প্রয়োজন।
বড় সিদ্ধান্ত আমার, তোমার হৃদয়েকে করতে হবে বিচক্ষন,
কুলসিত সকল মন বিপন্ন করা একান্ত ই প্রয়োজন।
অমিত দ্বারা কি সম্ভব স্বার্থের সিহরনের পৌছাবার?
লক্ষ ছিল ছোট খাঁট নয়তো কোন মাত্রাধিক।
শিক্ষাঙ্গনে দাড়ায়ছিল কোন এক অপূর্ব অলৌকিক,
সে ই তো বোঝাতে সম্ভব আমর দিগন্ততের দিক।
কেমন যেন গোলক ধাঁধাঁর ধরত্রি আমি রয়েছি ধির,
আমি নয় তো শুধু ই মৈত্রিক ভাবছি হয়ে স্থির।
নয়তো পিছবার পাত্র আমি শুধু লক্ষ সম্মুক্ষের অগ্রগতি।
প্রজ্ঞাত সময়ে আমার জীবনে তুমি ই আমার মনস্থির।
স্বপ্ন নয়তো আশা দেখায় আমার শয়নে?
সত্যই দেখেছি তারে আমার হৃদয়ের মাঝে।
সে দারিয়ে ছিল শিক্ষাকেন্দ্রের আমার বাম পাশে,
শুধূ হৃদয়কে বলে দেয় আছি কিন্তু তোমার হৃদয়ের মাঝে।
কোন এক অভয় বলে দেয় করনা হারাবার ভয়,
তবে বলে ছিল দুরন্তের মতো থেকো যেন অবক্ষয়।
আমি প্রস্তুত হয়ে গেছি তোমার নিঃশব্দ ইশাড়াতে,
ক্ষুন্ন নয় আমার ভালবাসা করতে হবে বিজয়।
সময়ের সাথে বাতাস উড়ে কেমন নিয়তির খেলা,
তোমাকে পাওয়া যেন কোন এক কালো ম্যজিকের খেলা।
নয়তো ভিরু আমি ছুটি দিক লোকান্তের মাঝে ও সরু,
সময়কে বদলে পেয়ে গেলাম হোয়াইট ম্যজিকের বেলা।