স্মৃতির পাতা
মোঃ শহীদুল ইসলাম
তুমি আছ শুধু স্মৃতির পাতায়
প্রতি নিয়ত সৃতির পাতা কে মনে করিয়ে দাও
আমি কেমন আছি কি করি ভাবনা কে ভাবাও
শুধু তুমি অনেক দুরে ঘুরে বেড়াও
শীতের সকালে কিন্তু শিশির আনা কোনা পাওয়া যায়
শিশিরে স্পর্শে সবুজ ঘাস নতুন রূপ পায়
কখনো শিশির মানুষের মনকে ভিজিয়ে দেয়
কখনো আবার শিশিরে পিছলে মাটির বুকে হামাগুড়ি দেয়
মন রে আমি শান্তনা কি করে দিব?
তোমাকে হাড়ানোর কষ্ট কই লুকাবো?
কে এসে আমার হৃদয়ের রাঙ্গিয়ে দিবে
কে বা আমার মনের সাথী হবে।
আমার মনের আশা যেন শুধু ই স্মৃতির পাতা,
মাঝে মাঝে দেখ তুমি নতুন আছে কি কোন পাতা?
তোমার সময় টা পাব বলে প্রতিনিয়ত লিখি নতুন লেখা,
সকল চেষ্টার একটাই কাম্য তুমি আমার ভালবাসার সখা।
ভাল লাগে লিখতে তুমি পড়বে বলে,
ভাল লাগে সাজাতে তুমি দেখবে বলে।
ভালবাসা তো এটাই যে প্রতিনিয়ত আমায় মনে রাখে
কথা দিলাম ভালবাসবো আমার জীবন বাজি রেখে।