শিক্ষার মান
..............মোঃ শহীদুল ইসলাম
এই সুন্দর পৃথিবীতে কিসের মায়া করে?
কত সুন্দর করে কেন বানিয়েছেন বিধি আমায়?
কি হবে অপরূপ মহিমা সুন্দর হয়ে,
যদি সম্মান করতে না জানি তোমায়।।
স্ব-শিক্ষার জন্য শিক্ষা নাও,
শিক্ষা দিয়েছেন মোহাম্মদ,
মুসলিম হয়েও না বুঝলে,
ও ই তো জাতির বিয়াদব।
শিক্ষা মানে সনদ নয়,
শিক্ষা মানে জ্ঞান,
স্ব-শিক্ষাই আমাদের শিখিয়ে দিবে,
ইসলামের জ্ঞান,
বিবেক বোধ আর স্বজ্ঞান নিয়ে,
যদি আমরা চলি।
প্রতিবেশী আর স্বজন দের সাথে,
ভাল ব্যবহার করি।
শিক্ষা মানুষকে জাগ্রত করে,
এটাই যদি মানি।
শিক্ষার মান নিয়েই আমরা,
কেন করি মানহানি।।
এই শিক্ষা নয় মোর,
শিক্ষিত কেন ভাবি।
হিংস্র প্রাণী আর জীব জানোয়ার,
বোঝে নিজ আপন বোধি।
করিনি শিক্ষা গ্রহণ,
কেড়ে নিয়েছি সনদ খানি।
সনদ আমায় করে দিবে,
সবার চেয়ে দামি।।।