স্বাধীনতার কাম্য
....................মোঃ শহীদুল ইসলাম
স্বাধীন দেশের স্বাধীন মানুষ,
স্বাধীনতাই আমার কাম্য।
পরাধীন হতে মুক্তি পেয়েছি,
দূর করে সব বৈষম্য।
বাংলার বুকে বাঙ্গালী হয়েছি,
এটাই মোদের ছিল কাম্য।
বিভীষিকা কে দূর করবো,
যাতে দেশ হয় ধন্য।।
শহীদের রক্তে গড়ে ছিলো বাংলা,
রাখতে মাকে ধন্য।
আগুন দিয়ে পুড়িয়ে মারবো,
যদি বাংলার মান কেউ করে খুন্য।
বাংলার বুকে ঠাই নাই,
করে দিবো বিভীষিকা শূন্য।
সময় থাকতে পালিয়ে যায়,
বাংলার মান রেখে অখূন্য।।
বাংলা মায়ের সন্তান আমি,
বাংলা মায়ের গর্ব।
মায়ের মুখের হাসির জন্য,
জীবন করতে পাড়ি বিপন্ন।
সময় থাকতে শূদ্রে নেয়,
উজ্জীবিত হওয়ার জন্য।
নইলে রক্ত শুষে নিবো,
বাংলার স্বাধীনতার জন্য।।।