রক্তাক্ত প্রেম
মোঃ শহীদুল ইসলাম
জানি রাগ করেছো মিছে আশায়,
এটা নয়তো কোন পুতুল খেলা।
যত অপমান তুমি করবে আমায়,
সেটা আসে না যেন তোমার ও বেলা!
তোমার দেওয়া তীব্র আঘাতে প্রতিটি শাস,
হৃদয় কে সংবর্ধনা দেওয়া তোমার অভ্যাস।
ভালবাসি বলে তোমায় তাই আমি চাই,
বিনিময় আমার কলিজা পুড়ে করেছো ছাই।
ভালবেসে তোমাকে পেতে চাইলে,
আর কত কাল হৃদয়ের আঘাত হানিবে?
মরণ পণ আমায় করে নিবে আত্ম গ্রাস,
রক্ত দিয়ে লিখে যাবো ভালবাসার ইতিহাস।
ত্যাগী নয় আমি বিষন পাগল,
তোমার জন্য দিতে পাড়ি আমার প্রাণ।
ভালবেসে আমি মরতে ও পারি,
এটাতে ই কি হয় কোন সমাধান?
জানি অনেক আগে ই তুমি ভুলে গেছো,
মায়ার বাঁধনের ছোঁয়া সব মুছে দিয়েছো।
আমি আজ ও ভুলি নি তোমার সকল সৃতি,
যতন করে আগলে রেখেছি হৃদয় বিজড়িত সৃতি।
পড়ন্ত বিকেলে র গোধূলির তরঙ্গে,
ঠিক যেন মিলে যায় তোমার মনের সঙ্গে।
আমি আছি অবলোকন বিভোর হয়ে,
কি করে মন রাঙ্গাবো তোমার হয়ে।
অনন্ত কালের হৃদয় বেলা যেন অস্ত গেছে,
পৃথিবীর সকল আলো সব দুয়ে মুছে।
ভালবেসে তারে চাইছি করতে আপন,
ভাগ্য আমায় কানে কানে বলে করে নে বিভাজন
চির সত্য দুনিয়া আসলে সে তোমার নয়,
তার হৃদয় জুড়ে অর্পণ বাসনা কামনা হয়।
তবে তুমি যদি হও বিশ্ব বিজ্ঞ মহাজন,
তখনই তোমাকে হবে তার বিষন প্রয়োজন।