প্রথম প্রেমের অনুভূতি
মোঃ শহীদুল ইসলাম
তোমার কি মনে আছে সেই ভোরের কথা?
স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকতাম সেথা!
চুপি সারি হাঁটতাম সুধু কথা হত না মুখে,
মাঝে মাঝে দৃষ্টি পড়লে চিন চিন করত বুকে!
লজ্জা এত বেশি ছিল যে,হাঁটতাম না পাশাপাশি
কোন কার নে একসাথে হলে লজ্জায় পরাত ফাঁসি!
তখন দু-জন দু-দিকে তাকিয়ে করতাম হাসা হাসি!
মনে হত সরগিও সুখ সুধু আমাদের কাছাকাছি!
এমন করে হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম চলে,
ক্লাসের ভিতর ঢুকলে ও যেন মন থাকত তার ডলে।
কখন ক্লাস শেষ হবে দেখব যে তার মুখ!
সে আসতে মন উড়তো সুখে ভরত বুক!
এক টি দুই টি তিন টি করে ক্লাস হত শেষ,
আবার তেমন করে আসতাম, সুখের থকত না শেষ!
দেখতে দেখতে কখন যেন চলে যেতাম বাড়ি,
বাড়িতে আমার মন বসত না ছুটতাম তার বাড়ি।
বাড়ি তে তার যেতাম না কিন্তু ঘুরতাম আশেপাশে,
কেউ যদি দেখ ফেলতো ছুটে পালাতাম অবশেষে।
ছলা কলায় জেতে তুমি আমার পাশ ধরি,
তখন আমার হৃদয় সুখে উঠত ভরি!
প্রথম জীবনের ভালবাসা আজও নাহি ভুলি,
তুমি মনের রাজ কন্য ফুটন্ত গোলাপের কলি।
জানি না আমি, কেমন আস, তোমায় খুব মনে করি,
সর্বক্ষন আজ ও আমি তোমায় শরণ করি।
হারিয়ে গেছে ছোট বেলায় ভালবাসার কলি,
বলতে পাড় তোমায় আমি কেমন করে ভুলি?
তোমার কথা ভাবতে ভাবতে এই লেখা টা লিখি,
আজ ও আমি ভুলি নি আমাদের ভালবাসার সৃতি।