প্রেম বোঝে না কোন বাধা।
মোঃ শহীদুল ইসলাম
কুঞ্জ বনে খোঁজে ভ্রমর গোলাপের সুভাষ,
খোঁজে খোঁজে পেল ভ্রমর সুমধুর বাতাস।
দুষ্টু ভ্রমর সুযোগ খোঁজে লুটতে ফুলের মধু,
তীর্থ রোদের গন্ধে মুখটি লোকায় গোলাপের রেণু।
শুকনো মুখে স্বাগত জানায় গোলাপের বাগান,
দুষ্টু ভ্রমর কেন বোঝে না মালির অভিমান।
পাগল হয়ে ভ্রমর ঘোরে নিতে গোলাপের ঘ্রাণ,
গোলাপ যেন দিতে চায় তার সকল প্রাণ।
আমি কি পারবো হতে গল্প ছন্দের ভ্রমর,
যদি আমার পাখি হতে পারে মালির গোলাপ।
গল্প শোনাবো উড়ে উড়ে সকাল সন্ধ্যা বেলা,
আমার প্রেমের যত আছে গল্পের বিলাপ।
অন্ধ গল্পের ছন্দ কথা মনে পড়ে কি তোমার?
আমি হেথায় বসে আছি মনে ব্যথা শুধু পাবার।
তুমি কি শুনছ আমার বেদনার বেসুরের গান?
ভাঙ্গা গলায় গাইছি আমার তোমাকে না পাওয়ার গান।
স্বপ্ন আমার ভেঙ্গে দেয় নয়নের নিদ্রা,
রাত ভরে জেগে থাকি তোমায় পাওয়ার ভাবনা।
মনে হলে ফটক দেখি কত সুন্দর তুমি,
চির দিন অপেক্ষায় থাকি ফিরে আসবে তুমি।
মন আমার সুধু তোমায় খুঁজে বেড়ায়,
তুমি আছ নিরন্তর সুখের বেলায়।
আমি নাছোড় বান্দা হারবো না এই খেলায়
যত দূর যেতে হবে আমি যাবো নিরালায়।
আমার হৃদয় বলে ভালবাস আমায় অন্তরালে,
তুমি অনেক চেষ্টায় আছ কি করে মাথা রাখবে আমার কালো
আসতে তোমার অনেক বাধা,
পাগল প্রেম বোঝে না কোন বাধা।