অপবাদের কষ্ট
.................. মোঃ শহীদুল ইসলাম


শৈশব জীনব ছিল আমার,
সুখ থাকতো মনে।
জোর করে শৈশব জীবন,
কেউ কি নিতে পারে?

নেয়নি আমার শৈশব কাল,
দুঃখ দিয়েছে মনে।
জোর করে সব কিছু তা,
লোকজন করতে পারে?

যেই বয়সে ছিল আমার,
খেলাদুলার মানে।
কেমন করে রমণীর কাছে,
আমায় দিতে পারে?

তখন থেকেই লোক-জন আমায়,
কি-যে মনে করে!
তাইতো আমি পালিয়েছিলাম,
শৈশব আনতে মনে।

দির্ঘ্ সাত বছর গেলো,
আমার নাই মনে।
সব অতিত কেমনে যেনো,
সবার মনে থাকে।

দশটি বছর আগে যাকে,
চাইছি নিতে মনে।
সে কি-না আজ আমায়,
পর করতে পারে?