মনে পড়ে তোমাকে
.......................মোঃ শহীদুল ইসলাম
কেন যেন মন আমার কেঁদে কেঁদে উঠে।
পড়াশুনা ও অফিসের কাজ কিছুই ভালো লাগে না।
মনে হয় জনবহুল এলাকা টা আজ জনশূন্য।
এ প্রান্ত হতে ও প্রান্ত যাই তবু ও মন গুমরে উঠে।
সকাল হতে প্রাক্তন দুপুর ছাড়ায় মন নাহি জেগে উঠে।
ইচ্ছে হচ্ছে শেষ ভূবনে চলে যাই সব কিছু ছেড়ে।
তব কি মন ভাল হয়? কিন্তু কিছু যেন নাহি ঠিক হয়।
তব কি তার অহংকারী হৃদয় আজ জেগে উঠেছে?
ভুল করে কি আজ সে ভাবছে আমায়?
আমি শিহরন পুড়ছি তার প্রেমলিলায়।
মনে হয় সে খুব মনে করিতেছে আমায়।
ব্যাস্ত শহর ছেড়ে গেলে পাব কি তোমায়?
অনুরাগের বিবরণী লক্ষী হেনা মন।
রক্তাক্ত কষ্টের হৃদয় আমার তোমাকে প্রয়োজন।
যন্ত্রনায় বুক ছটফট করে কেঁদে উঠে মন।
এখনো কি বোঝ নি, তোমাকে কত প্রয়োজন?
সর্ব শান্ত হৃদয় আমার অপেক্ষায় গেলো সন।
আমি হব সর্ব সেরা এটা তোমার প্রয়োজন।
আমি নিথর কারন, রাজকন্যর রাজপুত্র প্রয়োজন।
তাই শেষ বেলাতে প্রভাত কে খোজা মানেই নিষ্প্রয়োজন।