মিষ্টি প্রেম
মোঃ শহীদুল ইসলাম।
মিষ্টি প্রেমের বৃষ্টি ঝরে তোর প্রেমে,
ঝড়ের গতি থমকে দাড়ায় খনিক হেসে।
তোর আওলা চুলের, আমি বাউল পাগল,
একটি পলক আড়াল হলে হই উন্মাদন।
তোর বৃষ্টি ভেজা গায়ের আঁচল,
আমার মনটা কে করে বেকুলতার সচল।
খনিকের জন্য হয়ে যাই পাগল,
মনটাকে আর কর না উন্মাদন!
রঙ্গের দুনিয়া এমন কেন তুই?
কাছে রেখে আদর করে মন ভুলাস তুই।
চলে গেলে আমায় রেখে বাছবো কি করে?
তুই ত বলিস ভালবেসে রাখবি তোর করে।
ভয়ে থাকি সারা টা খন যদি কিছু হয়,
কোন কারণে ছেড়ে গেলে এটাই শুধু ভয়!
তাইতো তোরে লুকায় রাখি আমার বুকের মাঝে,
কথা দিয়েছো থাকবে তুমি সকাল সন্ধ্যার সাঁঝে।
বাবু বলে ডাক আমায় মন হয় উতলা,
এই নামে ডাকিলে তুমি আমায় পহেলা!
তোমার ডাকের সুরে আমার মনটা পাগল,
মন বলে তুমি আমার সব চেয় আপন।
জীবন যৌবন সব ই তোমায় দিলাম,
তোমার প্রেমে আমি মুগ্ধ হলাম।
তুমি ই তো আমার জীবন সাথী,
তোমাকে পেতে তাই সব কিছু করতে রাজি।