মা
মোঃ শহীদুল ইসলাম
মা ও গো মা,
তোমায় ভুলতে পাড়ি না,
তোমায় ছেড়ে একলা ভূবন,
ভালো লাগে না।
রাত যেমন গভির হলে,
প্রভাত আসে কাছে,
শূন্য পথে তোমায় ছাড়া,
কে থাকবে পাশে?
মায়ার বন্ধন যায় না ছিড়ে,
যতোই থাকি দুরে,
জনবল এলাকাতে কতইনা লোক থাকে,
তাই বলে কি তুমি মাগো থাকবে এত দুরে?
কষ্টে আমার ক্রন্দন আসে,
যখনই পড়ে মনে,
তোমার কি মা মনে আছে,
ঘুমাইছি তোমার কোলে?
ইট-বালি আর লোহায় গড়া,
অট্টলিকা বটে,
সর্গের সুখ সেখানেই আছে,
যেখানে মা থাকে।
মন যেতে চায় ছুটে মাগো,
স্বর্গো থেকে দুরে,
মায়ের থেকে বড় স্বর্গো,
কি বা হতে পারে?