কোন এক সাঁঝের বেলায়
..............................মোঃ শহীদুল ইসলাম
কোন এক সাঁঝের বেলায়,
কথা হয়েছিল নিবিড়ে।
ভাবিনি কখন আমি,
কথা গুলো সৃতি হবে জীবনে।
স্বপ্ন গুলো সাজাতে গিয়ে,
ভেঙ্গে গেলো অকালে।
জীবন যুদ্ধে হাড়িনি আমি,
ফিরিয়ে আনবো জীবন প্রক্কালে।
মত্ত থাকা জীবনে প্রস্ফুটিত সময়,
অনাকাঙ্ক্ষিত ধুলোর কনায় ?
সুফলা সমৃদ্ধ সময়ের টানে,
ধুলো কনার পাহার ধুয়ে মুছে যাবে।
পড়ন্ত বিকেলে গোধূলির সময়ে,
প্রকৃতির মাঝে খুঁজে পাবো তাকে।
বাধা নয় অন্তর্হিত হয়ে,
আপন হয়ে ভাবতে হবে তাকে।
অফুরন্ত চাহুনির মাছে সাঁঝের বিকেলে,
বিমুক্ত জীবন প্রস্ফুটিত হয়ে আশায় লুকায়।
কাঙ্গিত নয় সুফলাতেই যেন হয়,
কোন এক সাঁঝের বেলায়।
মরুর ডাকে ঊষ্ন বিকেলে,
চৈতির ধারায় আমি আছি দাড়য়।
জীবনের এই প্রান্তে না হলে,
কথা হবে শেষ প্রান্তে থাকিব অপেক্ষায়।