বিষন্নতা
..........মোঃ শহীদুল ইসলাম


বিষন্নতায় বুক ফাটে,
মন কাঁদে অরন্যৈ।
গভীর রাতে ঘুম আসেনা,
মন ছুটে যায় দুর গগনে।

নিঝুম রাতে সবাই নিদ্রায়,
আমি ছুটি বিষন্নতায়।
ক্রন্দনে বুক ফেটে যায়,
তব আশা নাহি ফুরায়।

নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারো নয়,
সবাই থাকে নিজের ভাবনায় নিজের ও ধারায়।
কেন যেন মনে হয় আমি কারো নয়,
তাই ভুবন থেকে ছিটকে গেছি অন্তরায়।

নিঝুম নিথর প্রহরে ঘুরে বেড়াই,
কোথায় ও কারো দেখা নাই।
হাজার লোকের ভিড়ে,
আমি শুধু শূন্যতাকেই খুঁজে পাই।

অশ্রু সিক্ত নয়নে,
সপ্ন গুলো ভেসে বেড়ায়।
আমি নাহি দেখতে পাই,
স্বপ্ন কোথায় লুকায়।

এদিক থেকে ও দিকে যাই,
কোথায় ও কারো দেখা নাই।
চার দিকে ঘুট ঘুটে আধারশয়,
তাই জীবন টাই আমার বিষন্নতায়।