বিনিময়
..........মোঃ শহীদুল ইসলাম

তুমি কার লাগিয়া জীবন সাজাইলা?
আমার অশ্রু সিক্ত জীবন জ্বালাইয়া।
নিশি রাতে বুক ফাটাইয়া কাঁন্দি আমি
ফিরে আসবে কি তুমি?  ভাবি শুধু আমি।

চঁন্দ্র ধরায় জোৎস্না হাড়ায় তুমি দুঃখ পেলে,
হাস যদি মন খুলে চঁন্দ্র কে পাবো কোথায় গেলে?

তুমি স্ব-ইচ্ছা করে মনকে কাঁদাও।
স্বপ্ন কে ভেঙ্গে জ্বালা বাড়াও।
হৃদয় ভেঙ্গে ডিঙ্গি পাড়ি দাও।
শুধু আমাকে কেন দুঃখের সাগরে ভাসাও?

রুদ্র জীবন আঘাতের আমার,
অতিষ্ট পূর্ন জীবন।
রক্তিম সাগর পাড়ি দিব,
শত কষ্টে আ-জীবন।

উৎফুল্ল জীবন তোমার,
মন তোমার কোন বনে?
সিক্ত নয়নে বলি তোমায়,
তোমার হৃদয় থেকে ছিন্ন কর না আমায়।

ক্ষুদ্র আমি তবু ও করি বিনয়,
যদি বুঝতে পারো আমার অনুণয়।
জীবনকে আমার উৎসর্গ করলাম,
তোমার অনন্ত ভালবাসার বিনিময়।