বাচাঁর জন্য সমাজ চাই
............................মোঃ শহীদুল ইসলাম

চারদিকে জন-মানব বিধস্ত পরিবেশ,
হাঁটছি আমি একা অক্লান্ত মন নিয়ে।
সিমান্ত আমায় বলে সুদ্রেয় নিয়ে চল মন,
অনন্ত পথে চলতে চেষ্টার সাধকের ধন।

চোঁখে আমার বালুচর কাঁদে নিয়ে চলি,
বিধস্ত পরিবেশকে মহা উপহার বলি।
চেয়েছি আমি নিথর শ্যমল পরিবেশ,
তবে আমি পারি কি আনতে এমন মহাবেশ।

সবুজ সোনার বাংলা চাই,
তবে কেন এমন বেশ।
চারদিকে  জলাশয় আধাঁর
কোথাও নাই আলো।

আলোর ঝঁলকে কপাল ফাটে,
তবুও নাহি দেখি আলো।
এমন বাংলা চাই না আমি,
হয় না যেন হাসি কালো।

একটি টাকার জন্য আমায়,
সপে দিতে হয় জান।
তবে কেমন দেশে থাকি,
যে খানে থাকেনা প্রান।

হিংস্র প্রানি ও যুদ্ধ চায়না,
চায় শুধু স্বাধিনতার আর অণ্য।
অপূর্ব দেশের রং দেখি,
যে খানে সবই মানুষীক ভাবে ক্ষুন্ন।

হানা হানি আর রক্ষ ক্ষয়ি,
নয়তো মনোরঞ্জ কারো কাম্য।
সোনার মতন পরিবেশ চাই,
যাতে জীবন থাকে ধন্য।