আত্ম-অহংকার
মোঃ শহীদুল ইসলাম
দ্বীন-দুনিয়া গাড়ী বাড়ি,
এসব গুলো কার?
ছোট থেকে বড় হয়েছো,
তাই এত অহংকার?
জীবন-যৈাবন রুপ-সজ্জা,
এসব গুলো কার?
আল্লাহ্ তোমায় দিয়েছে বলে,
এত অহংকার?
আল্লাহ্ আমায় ছোট করেছে,
আমি যোগ্য কার?
ভাল চাকরি আর সম্মান দিয়েছে,
তাই এত অহংকার?
এখন তোমার সব আছে,
কাল হবে কার?
সব কিছুই না ভেবে,
কত অহংকার?
অহংকারের পতন হয়,
কথা গুলো কার?
সময় থাকতে ফিরে আসো,
করনা অহংকার!
আমি শহীদ বলছি তোমায়,
বোঝা দরকার,
আল্লাহ্ তোমায় হেদায়ত করুন,
থেকে অহংকার।