আশার শুন্যতা
মোঃ শহীদুল ইসলাম
ক্ষণিক দৃষ্টি পড়তে ই কেমন যেন মুহুরত টা পালটিয়ে গেল।
অক্ষি র পলকে রঙ্গিন রং ধনু যেন হারিয়ে গেল।
প্রকৃতির সময় ক্রমে নীল আকাশের রঙ্গ বদলে গেল।
এক অদ্ভুত হাওয়া সবই এলোমেলো পাকিয়ে গেল।
স্বপ্নের ঘুরি টা আকাশে উড়তে উড়তে হারিয়ে গেল।
সিমাহিন স্বপ্ন আর আশার দিন গুলো ও কেড়ে নিল।
বিভৎস্য মনটা উদাসীনতা উড়ে চমৎকার এক নিঃসঙ্গ পেল।
মুহুরতেই মনের উৎফুল্লের সাধনা গুলো বুঝে নিল।
দেখিতে গিয়াছিলাম সূর্য উদয়ন মনের কুলের পাশে।
মিলেনি উদয়ন ক্ষণিকের জন্য বরং নয়নে কুয়াশা ভাসে।
ধু-ধুর সীমানা বিশাল শূন্য উড়ে মনটা ভাসে।
হা-হাকার হৃদয়ের বিষণ্ণতায় বাতাস রা ও উৎফুল্ল হাসে।
মনটাকে মৃদু হেসে স্বাগত জানাই নিরাশার আগমনে।
এটা নয়কো পরাজয় জীবনের সফলতার টানে।
শূন্যতার মাঝে আছে বিশাল আশার পাহাড়।
জয় করার আশা মনে ক্ষণিক দীর্ঘশ্বাস রাখার।