অন্ধকার জীবন
মোঃ শহীদুল ইসলাম
নিঝুম নিথর আজ সন্ধ্যা বেলা।
হালকা কুয়াশা নিস্তব্ধ এক অপূর্ব বেলা।
বেড়ে যায় মায়া বিনির রঙবেরঙ খেলা।
অন্ধত্ব মহি মায় স্বপ্ন চারিণীর হাওয়ার মেলা।
বিনোদিনী স্বপ্ন চারিনি হয়ে,
কুয়াশা নিয়ে করে খেলায়।
খেলায় খেলায় সোনার হরিণ কে ও ,
মন ভুলে অনস্বীকার্য করে হেলা।।
এত নিষ্ঠুর বেলা কোন মহিতে ,
আসে না যেন তোমার ও বেলা।
সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে ও নিরুপায় ,
সাধক সানিদ্ধ হয় অবহেলা।
মন পিন জরার মাঝে সখি, ক্লান্তহিন মনা।
মরুর দিকে রাখিয়া মন, জীবন থাকে অচেনা।
রিমঝিম বর্ষার মতন অশ্রুতে ভাসে নয়ন।
প্রকৃতির সাধারণ পিড়াতে জীবন, কেড়ে নিয়েছে শয়ন।
ক্ষুব্ধ মনে নিতান্তই জীবন, প্রহরে কাটাই ভুবন।
অতৃপ্ত হয়ে ঘুরি ফিরি পথ যেন অনন্ত কালীন।
আধার পেরিয়ে প্রভাত মিলনে ও কুয়াশা ছন্ন সকাল।
নিরাশা আমার কুয়াশার মতন জীবন করেছে মলিন।