আকাশ তুল্লাে চাওয়া
.....................মোঃ শহীদুল ইসলাম
তোমাকে ছেড়ে দিয়েছি,
বিশাল শূন্য মহাকাশে।
উড়তে থাকো মন জুড়ে,
আমি ও উড়ব ঐ আকাশে।
যদি দেখা হয়ে যায়,
অক্লান্ত নিজের গতি পথে।
তব পথ পাল্টে নিও,
নিজের ঐর্শ্যয্য ও স্বর্গের পথে।
স্থবদ্ধ হয়ে দাঁড়াবো না,
গাইবো একটাই গান।
কোন আকাশে উড়ছো তুমি,
কোন টা তোমার স্বর্গীয় দান।
আমার আকাশ কি এইতো ছোট,
অতৃপ্ত হয়ে কেন পিছু হটছো।
ভাবনার সময় সব টাই তোমার,
তোমার কি এতই বেশি মূল্য?
নিঃশ স্বার্থের এই পৃথিবীতে কিছুই থেমে নাই,
সময় কিন্তু চলেই যায় নিজের গতি থেমে নাই।
তোমাকে পেলে যতটা সুখী হতাম,
অন্যে কে ভাবলে ক্ষণিক কষ্ট পেতাম।
তাই বলে কি সময় দাঁড়ায়?
চলবে ই নিজের স্রোতের কোলে।
হায়াত থাকলে দেখবো ই আমি,
তুমি উড়বে কোন মহাকাশের কোলে?