নির্বাসিত হাসনাহেনা, বিমুগ্ধ সৌরভ,
দিব্যচোখে স্বপ্ন দেখে-  সঞ্জীবনী সুধা।
দিনফুরালে অস্তমিত অর্জিত গৌরব
পৃথিবীতে অবশিষ্ট অফুরন্ত ক্ষুধা।
যে পিপাসা করোটিতে সঞ্চিত এখনো,
যে ছবিটা শুয়ে আছে বুকের কফিনে ;
সে আমাকে চুপিচুপি ডেকে বলে শোনো-
নার্সিসাস বেঁচে থাকে জলের গহীনে।

অগ্নিগিরি মন ছুটে যায় হিমালয়ে,
পেঙ্গুইনের ডানায় খুঁজে আফ্রোদিতি।
ইষ্টিকুটুম থাকুক সুখে দেবালয়ে
শীতল বরফ ধুয়ে ফেলে মৃত্যু ভীতি।
যীশুর পিতার কাছে যাব সদলবলে
আকাশ থেকে ভয়ের বাণী সাঙ্গ হলে।
২২/০৬/২০২২