যা দেখিনি দুচোখ খুলে রহস্য দিয়ে ঢাকা
বিরস লাগে পুরান চোখে অলস চেয়ে থাকা
পেরিয়ে হাজার যুগ
সেই সব শোনা শ্লোক
শূন্যের বুকে খুঁজলাম কত স্বর্গে ফোটা ফুল
শেষে দেখি প্রত্যয় গুলো অঙ্কিত এক ভুল
স্বপ্নের নদী ঘাটে
নিদ্রায় সবে হাঁটে
চেয়ে দেখি পান্ডুলিপি পড়ে আছে পাশে
ভোরের পাখি আঁচল ভরে আলো নিয়ে আসে
আকাশের পানে চাই
সব ফাঁকা কিছু নাই
মাটির বুকে দেখি মানুষ আর ফুল ফুটে আছে
বিহগেরা কলতানে মাঠ-ঘাট প্রেয়সীর কাছে
সত্যের ঘ্রাণে তাই
প্রত্যয়ে ফিরে চাই
চির সবুজ বুকে ছুটি চিরায়ত সত্যের সুখে
স্পর্শের মত কোন সত্য নেই পৃথিবীর এ বুকে
মৃত্যু অনাগত
মানব জন্মের মত
মনুষ্যত্বের পায়ে ঢেলে যাই প্রণয়ের জল
স্বর্গে মর্ত্যে হেঁটে দেখি সবই নিষ্ফল
১৮/১৩/১৯